জাভাস্ক্রিপ্ট পরিচিতি ও ইতিহাস
জাভাস্ক্রিপ্ট হল অবজেক্ট ওরিয়েন্টেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটাকে অনেকে ক্লাইন্টসাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা ব্রাউজার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ও বলে থাকে। ব্রাউজার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের অর্থ হল ওয়েবপেইজ ব্রাউজ করার সময় ব্রাউজার জাভাস্ক্রিপ্টের কোড বা স্ক্রিপ্টগুলোকে রান করবে। জাভাস্ক্রিপ্ট হল একটি ইন্টারপ্রিটেড ল্যাংগুয়েজ, যার অর্থ হল এটিকে execute করার জন্য পূর্ববর্তী কোন কম্পাইলেশনের দরকার নেই।
জাভাস্ক্রিপ্ট পরিচিতি ও ইতিহাস |
একটি মন্তব্য পোস্ট করুন