হ্যালো জাভাস্ক্রিপ্ট
আমরা এই টিউটোরিয়ালে একটা simple জাভাস্ক্রিপ্ট কোড নিয়ে আলোচনা করব।নিচে হ্যালো জাভাস্ক্রিপ্ট এই মেসেজটা আউটপুট আকারে দেখানোর জন্য একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখা হয়ছে।
জাভাস্ক্রিপ্ট অনেকভাবে লিখা যায়।উপরে আমরা HTML কোডের ভেতর <script > ট্যাগ এর মাধ্যমে লিখছি। এখানে document.write() ফাংশনটি কোনকিছু ওয়েবপেইজে প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়। কোডটি run করার পর নিচের মত আউটপুট দেখাবে।
output:
একটি মন্তব্য পোস্ট করুন